অভয়া - উজ্জ্বল সামন্ত
শরতের প্রভাতে শিউলির গন্ধ
দূরে বাজে সানাই এর সুর
আগমনীর আহবানে আনন্দ বার্তা
প্রকৃতিও অপরূপা, দৃষ্টিকোণ, দৃষ্টিসুখ!
লাখো টাকার প্যান্ডেল, সহস্র কারুকাজ
মূর্তির ছোঁয়ায় কোথাও সাবেকিআনা, কোথাও আধুনিক!
বেনারসীতে সুসজ্জিত মা, অভয় যাত্রী, দুর্গতিনাশিনী,
কোটি টাকার বাজার, লেনদেন হাজার, দু মুঠো ভাত শিল্পীর!
দুর্গতি কেন ঘোচেনা মাগো, যারা ছেঁড়া পোশাকে, রাস্তায় ফুটপাতে।
ব্রিজের নিচে, দোকান বারান্দায়, ওয়েটিং রুম কিংবা গাছের নিচে
দু মুঠো ভাত, এক টুকরো আশ্রয়ের খোঁজে চোখে আশা নিয়ে, তারাও কেন বাঁচে?
স্বপ্ন,আশা ভরসা যোগায় , বাঁচতে শেখায় বোধহয়!
সব আশা পূর্ণ হয় না, চোখের জলেও স্বপ্ন ভেসে দূর হয়!
কলম যদি অস্ত্র হত? সাংবাদিকতা যদি হতো পেশা !
মুখ মুখোশের আড়াল খসতো মাগো, সমাজ দেখতো সঠিক দিশা...
উজ্জ্বল সামন্ত
পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
29-11-2023
-
-