তুমি আসলে বলেই - জাহিদ হাসান
তুমি আসলে বলেই জমাট মেঘেরা ছিটিয়েছে সুখ বর্ষণ,
বৃষ্টিকণার দর্পণে তাই তোমার মিলেছে দর্শন।
কামনা রাঙানো অপেক্ষা সব পূর্ণতা পেয়ে হাসে,
নিঃশ্বাসে আজ স্বচ্ছতা পাই তুমি এলে বলে পাশে।
তুমি আসলে বলেই পাপড়ি ছড়িয়ে ফুল হলো সব কলি,
পড়াগে সেজে মৌমাছি সব করছে যে কোলাকুলি।
লতাপাতা দেখো সিক্ত সবাই তুমিময় সুবাসে,
ঘুণেধরা সুখ প্রাণ পেলো আজ তুমি এলে বলে পাশে।
তুমি আসলে বলেই রূপালি চাঁদটা উঁকি দেয় মেঘ চিরে,
অভিমানে যাওয়া লক্ষীপ্যাঁচাটি ফিরেছে দেখো নীড়ে।
জোনাকিরা দেখো মুক্ত পাখায় উড়ছে বাতাসে
ধূসর কথারা হচ্ছে সবুজ তুমি এলে বলে পাশে।
তুমি আসলে বলেই সোনালি সকাল সেজেছে রাঙা ফুলে,
সুখের মিলনে ব্যস্ত পাখিরা গ্লানিমাখা স্মৃতি ভুলে।
শিশির দেখো এঁকেছে ছবি ঘাসের ডগায় বসে,
সুপ্ত স্বপ্ন পূর্ণতা পেলো তুমি এলে বলে পাশে।
জাহিদ হাসান
রংপুর,বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
29-11-2023
-
-