পারস্পারিক বোঝাপড়া - সিদ্দিকা ফেরদৌস তরু
পারস্পারিক বোঝা সুখের লাগি
পারস্পারিক বোঝা দু:খের লাগি
খন্ডিত,চুর্ণিত দুমড়ানো সর্ম্পক,
কখনো ভয়াবহ কখনো কুঞ্চিত
সার্থকতা কোথায়? অস্তিত্ব অনুপস্থিত।
মাঝে মাঝে বোঝাপড়াটায় দলন,মর্দন,
কখনো বা চলে কর্তন
আবার কখনো কোমল পেলব নিপুন।
প্রকৃতিজাত নিসর্গ মিলন হয়
কখনো বা অবরুদ্ধ,
কখনো বা হয় মৈত্রী,সৌহার্দ্য কিংবা বন্ধুত্ব।
আসলে বোঝাপড়ায় নয় ঘাটতি,
থাকবেনা বঞ্চনা কিংবা অধিপতি।
হবেনা চপল,কম্পিত কিংবা অস্থিরতা
আসলে সর্ম্পকের বোঝাপড়াটা শুধুই সমঝোতা।
সিদ্দিকা ফেরদৌস তরু
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
29-11-2023
-
-