রগড় - প্রভঞ্জন ঘোষ
ফলিয়ে বলে মুলো-
জানো না কি শরীর আমার
কত না ঝাঁঝাঁলো।
ঝাঁঝের কথা শোনাও? পেঁয়াজ
বলে উচ্চস্বরে,
জানো না কি আমার ঝাঁঝে
কেমন অশ্রু ঝরে?
লঙ্কা বলে, ঝাঁঝের চেয়ে
আমি আরো বাড়া,
আমার ঝাল ও ঝাঁঝে
মাথার চুল করে দেই খাড়া।
বুনো ওলের দল মিলে চুলকুনোর
কথা হাঁকায়,
তাই শুনে সব কচুর বংশ
বেদম করে চেঁচায়।
গায়ের কাঁটা আঠা নিয়ে
মুখিয়ে বলে এঁচোড়
কে আছে বীর
আমার গায়ে দিক না কেমন কামড়।
চুপড়ি আলু-চন্দ্রমুখী
ঝগড়া করে দু'য়ে
এই নিয়ে যে- জনপ্রিয়
কে বেশি কার চেয়ে।
মধ্যিখানে গা দুলিয়ে
চিচিঙেসুন্দরী
ফোড়ন কেটে বলে- হাওয়ায়
আমি ও নাচতে পারি।
এমনি আরো, বেগুন কপি
পটল ও বরবটি- - -
এ বলে ওর মূল্য বেশি
ও বলে- তাহারটি।
গোবেচারা কুমড়ো বলে
গর্ব কেন ভাই
ছ্যাঁচড়া ঘন্টে ঘেঁটে সবাই
কোথায় মিশে যাই!
প্রভঞ্জন ঘোষ
পঃ মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
30-11-2023
-
-