ছড়ার কথা - বদ্রীনাথ পাল
একটা ছড়া পাগলা যেন
সদাই হেসে চলে-
মাঠ নদী বন চাঁদের সাথে
হরেক কথা বলে।
আর এক ছড়া ঘুরে বেড়ায়
খুশির ভেলায় চড়ে,
সাত সাগরে নদীর বুকে
মন বসে না ঘরে।
অপর ছড়া উদাস বাউল
মাঠের মেঠো পথে-
ইচ্ছে খুশির গান গেয়ে যায়
সওয়ার খুশির রথে।
অন্য ছড়ার স্বভাব যেন
মস্ত বাউণ্ডুলে,
সবুজ ধানের ঢেউ খেললেই
নাচে দু'হাত তুলে।
বদ্রীনাথ পাল
পুরুলিয়া, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
30-11-2023
-
-