অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
অব্যাহত মেশিন - জান্নাতুল নাইম

সেই কবে থেকে পড়েছিল
গচ্ছিত গোলা বারুদে ভরা আর
অচেতন পড়ে থাকা মেশিনগানটা।
আমি চাইলেই শক্ত-পোক্ত-উপযুক্ত ব্যবহার করে 
ধরাশায়ী করতে পারি প্রতিপক্ষকে।
করি না।

সেটা একটা মূল্যবান জিনিস বটে!
ব্যবহার কেন হলো না সেটাও মূল্যবান প্রশ্ন বটে!
ভেবে দেখো….।

আমি ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গেছি।
নিঃস্ব না হলেও ফুরিয়ে যাচ্ছি জীবনের প্রয়োজনে।
জীবন-দেয়ালে পিট ঠেকিয়ে অন্যদের দেখছি,
জীবনের বায়োস্কোপ বড়ো বিচিত্র ও জটিল।
সবাই সেই বায়োস্কোপের ভেলকি বুঝতে পারে না
বা বুঝতে চায়ও না।

ফলে, গতানুগতিক সামাজিক ধারা অপ্রতিহত থাকে।
সমালোচনায় অভ্যস্ত হওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় বটে!

জান্নাতুল নাইম
টরন্টো, কানাডা