অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ধ্বংস হোক সভ্যতার ভোগবাদ - এম এ ওয়াজেদ

বিষণ্ণতার বরফ পিণ্ড খোঁজ করে
গুণবতী রমণীর প্রীতিকর স্পর্শ
সম্মোহনের সার্কিটভবন ছেয়ে গেছে
উপঢৌকনের হাজার আলোয়
ভোগবাদের মিষ্টস্বাদ প্রমোদবিহারে নৃত্য করে।

কাঠঠোকরার রঞ্জিত ঠোঁটে শোভা পায় 
করোটির ফোঁটা ফোঁটা নিঃসরণ
ভেসে আসে ধ্বংসের তীব্র চিৎকার
অধঃপতিত উপত্যকা জায়োনিস্ট আঘাতে ঐশ্বর্যহীন
অপ্রতিহত ক্ষমতার কুৎসিত অজীর্ণতা
গ্রাস করে কুমুদশোভিত সরোবর
ঈগলের রাজকীয় ঠোঁটে আবরাহার প্রতিচ্ছায়া
বহন করে ইউরেনিয়ামের ধ্বংস-কণা
শাসনশূন্য পৃথিবীর গর্ভাশয়ে
সান্তনাহীন প্রেতাত্মার অবাধ বিচরণ
প্রবোধহীন মানসিক যন্ত্রণার কোলাহল।

বিস্তার লাভ করে হিংস্র কলহ বিবাদ বিতর্ক
সভ্যতার ফিলটারে দূষিত বিপদের পূর্বাভাস
ভ্রমাত্মক মুদ্রণের অরাজক এফিডেভিট
অকল্যাণের অসভ্য অশুভতা
অবিশুদ্ধচিত্ততার অডিশনে কলঙ্কিত নিষ্ঠুরতার এপিটাফ
ধ্বংস হোক অন্তর্বিগ্রহের কুটিল চয়নিকা
বিস্ময়কর কাণ্ডহীন অপুষ্পক সভ্যতার ভোগবাদ।

এম এ ওয়াজেদ
নওগাঁ সদর, নওগাঁ