অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
বেনোজলে চাঁদ ভাসে - জাকি ফারুকী

তার পাশে আমি ভাসি ভারতমহাসাগরের জল ছুঁয়ে,
আমার একপাশে দাঁড়ানো সে,
দীর্ঘ জীবনের প্রণয়ের সাথী।
কারো চোখে অপ্সরী,
যাদুকরী চোখের ছোঁয়ায়,
কারা যেনো বলে যায়,
বুড়ো খোকাটার সাথে বেমানান,

গায়ে মাখি ধুলো কাদা আর
সংসারের সব সুখ সব গ্লানি,
আকাশের তীর হতে 
সীগাল নেমে আসে 
মহাসাগরের বুকে,
যেমন জীবন,
বৃষ্টিহারা মেঘের বেদনা,
দিকচক্রবালের সুদুরে,
মনে হয় গুনে নিতে ভুল হয়,
কতগুলো জাহাজ অপেক্ষায়,
বন্দরে ভিড়বে বলে।

জাকি ফারুকী 
জেরাল্ডটন, অসি
৬/১২/২৩