অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
নির্মল কুমার প্রধানের দুইটি কবিতা

১) ফিসপ্লেট ছুঁয়ে 
রেল পাত শুয়ে আছে 
ফিসপ্লেটের বুকের ওপর নিরন্তর
বুক ডোবানো অনেক গ্রানাইট টুকরোয় , 
সময়ের প্রেক্ষিতে মাটিতে থেকেও মাটি- স্পর্শহীন জীবন। 

গন্তব্যে ছুটছে ট্রেনগুলো আঁটোসাটো পথে
রোদ্দুর - জ্যোৎস্না শোনায় ঘুম ভাঙানি-ঘুম পাড়ানি  গান
সোনার কাঠি-রূপোর কাঠি ছোঁয়ায় বাতাস
গ্রানাইটরা আবেশে ভরপুর বুঝি সম্মেলনী সুরে।

সাজানো ফিসপ্লেট ছাড়িয়ে দূরে
আঁকাবাঁকা রূপ নিয়ে হারিয়ে গেছে দিগন্তে
আসা-যাওয়ার নিত্য নৈমিত্তিক পুঁ ঝিকঝিক শব্দ , 
মৌন-মুখরতায় ডুব দিয়েছে প্রান্তর জোড়া পথ
রেল পাত আর ফিসপ্লেটের দল
সময়ের বাঁশি শুনে শুনে ঘুমায়-জাগে নিঃশব্দে।

 ২) দিতেই পারি 
তোকে আমি দিতেই পারি  
অনেক কিছু ---বুঝলি? 
ডুমুর ফুলের মালার সাথে
অমাবস্যার গোটা চাঁদের টিকলি। 

আকাশ কুসুম কল্পনা
দিবা স্বপ্নের জল্পনা , 
এ সব কিন্তু গল্প না  ---
সাধ্যিটুকু অল্পতে নাই খুঁজলি। 

চোরাবালির রাস্তা
চলাটা খুবই সস্তা , 
নিয়ে কথার দামী পাস্তা ---
খোঁপাতে নয় কুরুশ-কাঁটা গুঁজলি।

চৌঠী-ষষ্ঠী তুই
যষ্টি ব'লেই ছুঁই , 
তুই যে পলাশ- জুঁই ---
রঙ-রূপে নয় মিষ্টি প্রেমে মজলি!

নির্মল কুমার প্রধান
দক্ষিণ ২৪ পরগণা 
পশ্চিমবঙ্গ, ভারত