অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
ধ্রুপদী প্রেম - গোলাম কবির

তোমাকে না পাবার দীর্ঘশ্বাসে 
 আমার হৃদয় খড়ের গাদায় লেগে 
 যাওয়া আগুনের মতো ঝলসে গেছে! 
 এই যে ঝলসে যাওয়া হৃদয় ভষ্মের 
 শস্যহীন বিরান প্রান্তরে পড়ে থাকা, 
 এরই নাম হয়তোবা দিতে পারো প্রেম!

 পেয়ে গেলেই তো তখন 
 আর দীর্ঘশ্বাস থাকতো না, 
 তখন হয়তো ফুরিয়ে যেতো প্রেম! 
 তাই এই দীর্ঘশ্বাস  
 থাকুক না হয় আমৃত্যু!

 তোমার মতো আর কেউ তো
 আমাকে কখনো বলেনি 
 " তুমিই আমার সব "!  
 এই " সব " বলা টুকুই না হয়
  মনে করবো তোমাকে পাওয়া!  
  তাই না পেলেও ক্ষতি নেই! 

 শরীরই তো সব নয়! 
 শরীর তো ইচ্ছে করলেই পাওয়া যাবে
 যে কোনো বারবনিতার কাছেও 
 কিন্তু প্রেম! প্রেম পাবো কোথায়! 

  তাই ওটা নয় আমার চাওয়া! 
 তোমার ঐ হৃদয়টাই আমার চাই, 
 যে হৃদয় বলবে " তুমিই আমার সব "!

গোলাম কবির
ঢাকা, বাংলাদেশ