রাতের কবিতা - বিশ্বজিৎ কর
চলে যাওয়া দিনগুলো,
আগামী দিনগুলো সোনার খাঁচায় না পারি,
মনের খাঁচায় রেখে দেব-কথা দিলাম!
অবহেলা,অকারণ সমালোচনা আমার চলার পথের অলংকার!
হৃদয়ের ক্যানভাসে আঁকা আছে!
তুমি প্রদীপ জ্বালিয়ে রেখো মনের মন্দিরে,
আমি প্রদীপের পাহারায় থাকব!
একসাথে নাই বা চলা হল,
একমনে গানে সুর বাঁধব আমরা...!
তোমার মাতৃত্বের জঠরে আমার শিশুকাল আছে,
তোমার সিঁথির সিঁদুরে আমার ভালবাসা আছে,
তোমার সন্ধ্যাপ্রদীপের আলোয় দেবদাসী দেখা দেয়,
তোমার বিনিদ্র রাতে আমি কবিতা হয়ে যাই !
মা আমার প্রকৃতি, বাবা ঈশ্বর....
জ্ঞান আমার আকাশ, হৃদয় ক্যানভাস.....
ছবি আঁকি অভিজ্ঞতায়!
ঐ শোন, উদাস বাউল গান ধরেছে....
সকাল হল!
বিশ্বজিৎ কর
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
-
ছড়া ও কবিতা
-
15-12-2023
-
-