অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
বিজয়ের লাল সবুজ পতাকা - এম এ ওয়াজেদ

পিশাচের  অগ্নি ফলায় ধ্বংসের প্রলয় নৃত্য
সামরিক বুটের পৌরুষহীন কাপুরুষ উন্মাদ
বৃক্ষশোভিতা শ্যামলা ভূমির উদার জমিনে
শুরু করে ধ্বংস- দৈত্যের চেঙ্গিসী বর্বরতা
পায়ে দলে যুদ্ধের মৌলিক নীতিমালা
নিষ্পাপ মৃত্যুর দৃশ্যপটে মঞ্চস্থ হয়
ব্যথিত নৈবেদ্যের শ্লোকাত্মক সংকলন ।

শাইলকীয় শুঁড়িখানার আনাড়ি শৌচাগারে
জারি ছিল অকৃতজ্ঞতার নির্ভেজাল কপটতা
ওরা ছিল ধর্মহীন ধর্মোপদেষ্টার ধস্তবিধস্ত ছায়াছবি
সহজাত ছিল লম্পটের বিকট বৈরিতার শোভিত দুর্বৃত্ত
চিকিৎসার অতীত মানসিক নষ্টাচারের ব্যাধি
লীলাত্নক দেহের বর্ম ছিল কান্তিহীন সৌষ্ঠব্যহীন
যেন বৎস্যহীনা অপ্সরীর দৃষ্টিহীনা পানকৌড়ি।

নেমে আসে আবর্তনশীল ইতিহাসের প্রতিশোধ
ধ্বনিত হয় মজলুমের অপরাজেয় বিজয়ী ক্যানভাস
এগিয়ে চলে রেসকোর্সের ময়দানে
অমার্জনীয় মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের পরাজিত অপরাধী
স্বাক্ষর করে আত্মসমর্পণের দলিলে
বদ্বীপের রক্তস্নাত মুক্ত বাতাসে
উড়তে থাকে বিজয়ের লাল সবুজ পতাকা।

এম এ ওয়াজেদ
নওগাঁ সদর, নওগাঁ
বাংলাদেশ