সৌম্য ঘোষের কয়েকটি কবিতা
১) সম্বোধি
নির্ভার সকাল...
স্মৃতির দেওয়াল থেকে খসে পড়ে ঝুরো-বালি
আলোকিত স্মৃতিকথা বহুস্বরে জ্যোতির্ময়!
কবিতার আখর থেকে এসেছে
ছাতিম গাছের ছায়া।
নিজস্ব সুরে ছায়ার নিসর্গ দিগন্ত মাখিয়ে
চুপ করে বসে থাকে।
দূর ভস্মস্তূপ থেকে কিছু অগ্নিকণা উড়ে আসে
অন্ধকার চৈত্রের বাতাসে।
একটা পুকুরভরা রাত পেরিয়ে
অনন্ত তৃষ্ণায় পুড়ি,
রোদ্দুরে পোড়া চৈত্রের গেরুয়া বাউল
রাত্রির সুর তোলে চির বিরহের!
সত্তার ভেতরেই রয়ে যায় এক স্থির শূন্যতা।।
২) গাছের শরীর
নৈ:শব্দকে সাথী করে বসে থাকি অনন্তের ধ্যানে
প্রকৃতির শব্দ শুনি-
পাখির পাখালি, বাতাসের শব্দ, গাছেদের দীর্ঘশ্বাস
অনন্ত শঙ্খ বেজে যায়
খুলে যায় আকাশের হাজার জানালা
শূন্যতা ঘিরে থাকে আমার চারপাশ।
সমবেত নিরজ্ঞানে মনীষায়
অর্ঘ্যের অক্ষরে রঙিন পালক ফেলে যায়,
বনপথ জুড়ে পথের দিশা সাজিয়ে রাখে অনাড়ম্বরে!
শব্দ নেই। শুধু তার ছায়া পড়ে আছে গাছের শরীরে
মাটির কাছাকাছি। মানুষের কাছাকাছি।
দিগন্ত এইভাবেই মিলিয়ে যায় আমার ভেতরে।।
৩) ঘরে ফেরার গন্ধ
ঘরে ফেরা গন্ধের মতো রাত আসে
কোমল সন্ধ্যা, আসন্ন জ্যোৎস্নার শিশির-স্নান
ডানায় ছায়া মেখে নির্বাক চাঁদ প্রণয়-প্রত্যাশী
শব্দের কাছে রেখে যায় কিছুটা সোহাগ চুম্বন
সন্ধ্যা নেমে এলে পশ্চিম আকাশে স্তব্ধ পিয়ানো
আর পাতার মর্মর-ধ্বনি;
কি করে ফেরাবে তাকে? এসো দু'দন্ড বসি
জলপাই বনে
অপার স্তনে জন্ম নিক্ ছায়াপথ
নির্জন জ্যোৎস্নার সমাবেশে।
ফিরে যাক্ যা কিছু অতীত,অবিরাম নক্ষত্রের দিকে।
৪) অন্নজলের প্রার্থণা
রোদের উঠানে শুয়ে আছে পাতাচিহ্ন
উদাসীন এস্রাজের স্বর
প্রাগৈতিহাসিক শিলায় ভেসে আসা রূপকথা,
মাটির পাঁচালি, শস্যবতী শব্দলহরী...
একচিলতে কৈশোর আঁকতে
গল্পের ভেতর বৃষ্টি খুঁজেছি
মৃদঙ্গের বোলে উজান-পথে ক্লান্ত জলদিগন্ত
এখন মুখোমুখি সন্ধ্যার ধ্যানে
গাছের শিকড় জুড়ে শুধু অন্নজলের প্রার্থণা
পরম রৌদ্রের মাঠে নামে সন্ধ্যার চারণসঙ্গীত।।
৫) আলোকিত বেলাভূমি
দুলকি চালে চলে যাচ্ছে একটা বিকেল
তবুও কোথাও কি
একটা রামধনু সাত রং ছড়াবে না?
একটা জীবনে কতটুকুই বা পাওয়া যায়...
বাতাসে মাদল। ভেসে আসে আকন্দ গন্ধ।
সামনের রাস্তাটা চলে গেছে প্রান্তিক পল্লীর দিকে
এ বড় দুঃসময়!
যে ভালবাসে, সে-ই আবার ঘৃণা করে
নেমে আসে গাঢ়-গূঢ় অন্ধকার
বিকেলের আলো নিভে গেলে...
গভীরতর রাতে এক অলৌকিক আলো
জ্বলে ওঠে তোমায় ঘিরে!
অদৃশ্য যন্ত্রণার পাশে শুয়ে থাকে বর্ণমালার
বেলাভূমি। সব আকাঙ্ক্ষা আকাশে
উড়তে উড়তে চোখের পাতায় স্বপ্ন হয়ে থাকে।।
সৌম্য ঘোষ
চুঁচুড়া, হুগলী
পশ্চিমবঙ্গ, ভারত
-
ছড়া ও কবিতা
-
17-12-2023
-
-