নয়নে নয়ন রেখে - জাকি ফারুকী
নয়নের ভাষা ছিলো হৃদয়ের ছোঁয়ায় মোড়ানো,
বহুদিন এমন গভীর শব্দহীন হাহাকার
মেলেনি অন্তরের অন্তস্থলের সবুজে। হারানো
অনেক বসন্তের ছটায়, কে কারে ফুলহার
দিয়েছিনু তুলে ! মনে নেই মনে নেই কবে সেই
বিফল ফাগুনের রাত কেটে ভোর হলো,
সুচেতনা আমার বাঁচিবার আরো সাধ জাগে,
হৃদয়ের মন্বন্তরে উদাসী হাওয়ার ভোরে
কতোদিন ভেসে যেতে দেখেছি ঝরাপাতা,
দেখেছি ভোরের আকাশে আলোহীন চাঁদ,
রাত্রি জাগরনের অবসাদ ভুলে, হাসিমেখে
ভেসে চলে আকাশে আকাশে।
তোমাদের এইসব দিন, পরাধীন জীবনের কাছে
হেঁটে যেতে যেতে, গল্পের কারুকাজে ম্রিয়মান,
জীবনের সব সময়ের সমাহারে ওরা কারা
হেসে হেসে বলে যায়, নাজারাথ এ বৃদ্ধাশ্রম
দেখে রেখো, দোতালার একটা পূর্ব মুখী ঘর,
ভারতমহাসাগরের জলের কল্লোলে জীবনের
প্রতিটি অশ্রুঝরা বেদনার সুর খুঁজে পাবো,
তোমার নয়নে জীবনের সেই স্বপ্নের মুখচ্ছবি
বারে বারে পাই প্রিয়তমা নারী
উত্তর বসন্তের এই নিঃশব্দ নীরবতায়।
( একা নয় দোকা হাঁটো, রুবেল/সাইফুল/ তৌহিদ)
জাকি ফারুকী
জেরাল্ডটন
অস্ট্রেলিয়া
-
ছড়া ও কবিতা
-
17-12-2023
-
-