অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
অপেক্ষায় থাকি - ডাঃ সুভাষ চন্দ্র সরকার

 শীতের শেষে অপেক্ষায় থাকি
 কখন পলাশের কুড়ি দেখা দেবে,
 পাপড়ি মেলে ফুটবে বসন্ত পঞ্চমীর প্রভাতে।
 হলুদ পলাশ দেখব তোমার কবরীর মাঝে।
 গাইবে তুমি বসন্ত বাহার রাগে
 বসন্ত এসেছে বৃন্দাবনে ----
 সুরের লহরী ভাসবে বাতাসে,
 তাইতো আমি অপেক্ষায় থাকি।

 অপেক্ষায় থাকি বসন্তের শেষে----
 পারুল বনে উড়বে তোমার আঁচল,
 গাইবে তুমি --- সাত ভাই চম্পা জাগো রে জাগো,
 একি পারুল বন-----
 আমি তোমার আমি সকাল সাঁঝে।

 অপেক্ষায় থাকি গ্রীষ্মের শেষে ----
 জুঁই -বকুলের কঙ্কন দেখব তোমার হাতে,
 সাজবে তুমি ফুলের সাজে,
 বরিশনের সাথে সুবাস ছড়াবে তুমি,
 মেঘমল্লার রাগে গাইবে গান--
 তোমার সুরে ছড়িয়ে যাবে
 অভিসারের গন্ধ - বিরহের আকুতি।
 অপেক্ষায় থাকি আরো আরো কত কি ---।

ডাঃ সুভাষচন্দ্র সরকার
উত্তর চব্বিশ পরগনা
পশ্চিমবঙ্গ