অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
নাগরিক তারকারা - জান্নাতুল নাইম

মেয়েগুলো সব লাল পাড় শাড়ি-কাপড়ে সবুজ আভা।
ছেলেগুলো সব সবুজ ফতুয়া-পাঞ্জাবীতে যেন লাল অগ্নি লাভা।

মেয়েগুলো সব উড়াল স্বাধীন লাল-সবুজ পতাকার আঁচল।
ছেলেগুলো ধরল শক্ত হাতে সবুজ মানচিত্র গাছের শিকড়-মূল।

মেয়েকূল সবুজে শ্যামলে প্রকৃতিময় নদী-মাঠ-জল।
ছেলেকূল লাঙল দিয়ে ভূমি চাষে ভরাল ফুল ফসল।

মেয়েগুলো সংসার জ্ঞানে সদা অভিভাবক সময় করে পান।
ছেলেগুলো দেশ মাতৃকার সুস্থতা রক্ষার্থে জীবন করে বলি দান।
কন্ঠে বাউল গান, করে শত চেষ্টা লক্ষ্যে অর্থের যোগান।
শত্রু ও শঠতা হটাতে ধরে বন্দুক-রাইফেল-মেশিনগান।

স্বাধীন দেশের স্বাধীন সব নাগরিক তারকার অবদান।
তাঁরা সার্বভৌমত্ব রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ ও সৎ-প্রতিশ্রুতি পরায়ণ।

জান্নাতুল নাইম
টরন্টো, কানাডা