অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
মোমবাতি - সত্যেন্দ্র নাথ পাইন

         মি পোড়া ছাই নয়তো
গলন্ত মোম। আমি গলিয়ে দিতে পারি
  সহজপাঠ। আমার পোড়া ছাই নয়তো
   গলা মোম সকলকে নিয়েই ব্যস্ত যদিও।
    আমি থাকি তোমাদের দেবালয়ে নয়তো
    সোঁদা মাটির গন্ধে  বিভোর করে।

অবশেষে আমার গলিত মোম সকলকে
 ব্যস্ত রাখে দিশেহারা হয়ে সকলের মনের
  মাঝে অদৃশ্য হয়ে।

আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারি
      একনিমেষে। 
আমার  আগুনে আছে কালনাগিনীর বিষ।
আমাকে হেয় কোরোনা।
আমি অন্ধকারে আলো দিতে পারি
      আবার 
মন্দিরে পৈলানে গিয়ে অর্থ‌‌ও খুঁজে দিতে সক্ষম।
আমাকে নিয়ে ছেলে খেলা তোমাদের মানায় না।
আমি বিধ্বংসী, আমি জ্বলন্ত মোমবাতি।

বড়লোকের টেবিলে বসে দুপুরের খাবার খেয়ে
থাকতে পারি সারাজীবন ধরে।
আমি আজ শ্রান্ত ক্লান্ত অভিযোগ হীন
সারা পৃথিবীতে ছড়িয়ে আছে আমার জয়গান।

মোমবাতি মিছিলে আমার কদর অনেক।
আমি প্রতিবাদী তরুণদের উগ্র বক্তব্যে
আমাকে হেলাফেলা করতে, ধ্বংস করতে  উদ্যত
 হোয়ো না। আমি ভালো করতে পারি যেমন
   আবার পিঠে চড়ে ‌‌বসতে গিয়ে
চাটুকারিতাকে ধুলিস্যাৎ করে দিতেও বদ্ধপরিকর।
আমার পানে দেখলে বুঝবে আমি
সকলের মাঝে উদ্ধত ললাট।
আমি বুকে জড়িয়ে আনন্দ করি একটুকরো সুতো

 তোমরা আমাকে পুড়িয়ে হত্যা করবে ভেবেছো।
তোমাদের ভবিষ্যতের জন্য আমি আজ বড় উদাসীন
তোমরা আমাকে ভুলে যাবে আমার দিন ফুরালে
  কিন্তু মনে রেখো আমি জ্বলন্ত মোমবাতি।।

সত্যেন্দ্র নাথ পাইন
পশ্চিমবঙ্গ, ভারত