মহম্মদ সফিকুল ইসলামের বর্ষবরনের কবিতা
১) বর্ষবরন
সময় তোমাকে ভুলব না
লুফে নেব নতুনের স্বাদ
চাঁদ তারা একই রবে,
অপেক্ষা শুধু তার।
জীর্ণতা ঝেড়ে ফেলে
মগজে দিয়ে রাখি শান,
অতীত জ্বালাতে এলে
দেব একখান লম্বা ঘুম।
স্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাব
নতুনের ছোঁয়ায় তাজা হোক মস্তিষ্কখান।
যাদের যাবার ছিল চলে গেছে, আর
কাউকে পাঠানো হয়েছে নির্মমভাবে,
জোর করে;
সেই অধিকার হরণের পাপ কার?
সবাই জেনেও বোবা- নিশ্চুপ।
কোন সে জুজু?
নিজের গদিটাই সব!
মানবতা সাহারার বালিতে মুখ থুবড়েছে!
নববর্ষে শান্তির সুনামি এসে
সব আস্ফালন, লোহিতসাগরে নিয়ে যাক।
২) জীবন আলো
পথে নেমে পথ খুঁজেছি
পথের ক্লান্তি যতো,
অন্ধকারে গোলকধাঁধা
বাধার প্রাচীর ততো।
জলে কুমির ডাঙায় বাঘে
পাহারা দেয় রাতে,
আকাশ পথে মেললে ডানা
শিকারীরা মাতে।
আলো দিয়ে যাব আমি
নতুন আলো পেতে,
আলোছায় মহামায়ার
জীবন শস্যক্ষেতে।
ভুলের পাহাড় শুধরে নিতে
নতুন পথের তরে,
খুঁজে বেড়াই আলোর দিশা
মিথ্যারা সব ডরে।
সৃষ্টিসুধায় তৃপ্তিমাখা
মহাজীবনখানি,
আলোক পথের অভিযাত্রী
আলো জীবন মানি।
মহম্মদ সফিকুল ইসলাম
উত্তর চব্বিশ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত
-
ছড়া ও কবিতা
-
01-01-2024
-
-