অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
নববর্ষের শুভেচ্ছা - তপন কুমার বৈরাগ্য

সুখের স্মৃতি ধরবে গীতি উঠবে হৃদয় দুলে,
দুখের দহন যাবো ভুলে সাজবে ফুলে ফুলে।
নতুন দিনে সবার সনে হবে মিলন মেলা,
একসাথেতে উঠবো দুলে কেটে যাবে বেলা।

প্রীতি প্রেমের গীতি গেয়ে সবার পাশে যাবো,
রাখবো হৃদয় সবার খুলে সাথে সবে পাবো।
দ্বন্দ্ব দ্বিধা দূরে ফেলে গরিব দুখীর তরে,
পৌঁছে দেবো দুমুঠো ভাত সবার ঘরে ঘরে।

স্বার্থ গ্লানি হানাহানি যাবে দূরে চলে,
অসহায়রা থাকবে না আর এবার চোখের জলে।
এসো এবার জীবন গড়ি নববর্ষের দিনে,
সাম্যবাদের সুরের ধারায় নেবো সবে চিনে।

সত্যের ন্যায়ের ভাসাই তরী দেশের মাটি মেখে,
হিংসা বিবাদ দূর করি সব প্রীতির পরশ রেখে।
এসো জ্বালি জ্ঞানের আলো থাকতে সবে ভালো,
ত্যাগের ঋণে পুণ্য হবো ঘুচবে সকল কালো।

ধৈর্য সহ শৌর্য রেখে মন্দে নয় তো কেহ,
সততারে সঙ্গি করে পুণ্য করি দেহ।
পুরানো সেই মধুর স্মৃতি যতন করে রাখি,
নতুন দিনে শান্তি তরে চেয়ে দুটি আঁখি।

তপন কুমার বৈরাগ্য
সাহাজাদপুর, নাদনঘাট
পূর্ববর্ধমান, ভারত