অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
এ কেমন খেলা? - দেওয়ান সেলিম চৌধুরী

মি শুদ্র, অতি ক্ষুদ্র 
      পা থেকে মোর জন্ম।
জন্মের আগেই লিখা হয়ে যায়
      অনাগত দিনের কর্ম্ম।
ব্রাহ্মণের ঘরে খেটে খেটে খাওয়া
      ছায়া মারানোও পাপ
কুকুর বিড়াল সারা বাড়ীময়
     শুধু শুদ্র পায়না মাপ।
গরুরা থাকে মহাসমাদরে
     ব্রাহ্মণও বুলায় হাত
তাদের চেয়েও আমরা অধম
     কে বানিয়েছে জাত?
মানুষেরে লয়ে বিধাতার খেলা
      হিসাব মিলানো ভার
খেয়ালি বিধাতা করে গেছে শুধু
      মনগড়া কারবার।
বিধাতা বলেছে সব মানুষেরে ইচ্ছাকরে
      নেইনি আমি দলে
নরক খানি করিবো পূর্ণ
       সে কোন পাপের ছলে?
আমি ইচ্ছে করেই সব মানুষেরে
       দেইনি পথের দেখা
দেইনি শক্তি এড়িয়ে যাবে
       ভাগ্যে যাহা লেখা।
তুমিই যদি খেলিছ খেলা
        মানুষের ভাগ্য লয়ে
কেন মিছে এত আয়োজন, গদীতে বসার
        ন্যায় বিচারক হয়ে??

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা