গতানুগতিক - সারোয়ার আহমেদ উচ্ছ্বাস
একদিন অভিমানও খসে পড়ে
বয়স বাড়ার সমানুপাতিক হারে
আলগা হতে থাকে রাগ আর ক্রোধ
সময়ের সাথে সাথেই মানুষ
নিজের খোলস পাল্টে ফেলে
যেভাবে পাল্টায় এন্টারটিকা
তবুও জীবন হিসেবের ছকে বাঁধা
দেনা পাওনার অঙ্কতে চলে
ভালোবাসা বন্টনের আয়োজন
শূন্য হাতে ফিরতে হবে জেনেও
মানুষ কাগজের পয়সাতে আজও
স্বার্থ আর সঙ্গমের সওদা করে
আমার মতন কোন বোকা মানুষ
বিশ্বাস বাজি রেখে এই তল্লাটেও
প্রতিদান খুঁজেই জীবন পার করে
তবুও তুমি আছো বলেই হয়তো
তোমার ভরসাতে এই এক জনম
দিব্যি পার করছে মানুষ হাসিমুখে!
গতানুগতিক
সারোয়ার আহমেদ উচ্ছ্বাস
ঢাকা,বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
03-01-2024
-
-