পাখিগুলো আর নীড়ে ফিরেনি - এম এ ওয়াজেদ
প্রকৃতির স্বভাবে আগের মত আর নেই কোমলতা
ঋতুগুলো আগের মত নিয়ম মেনে চলেনা
যদিও গ্রীষ্মের তাপদাহ বেড়েই চলে
বর্ষার অন্তর্দেহে নেই আর সেই সজীবতা
ডুমুরের ফুল হয়েছে শরতের কাশফুলগুলো
হেমন্তের শরীর ঢেকে গেছে দোলায়মান মিষ্টতায়
হিম বরফে ঢাকা পড়েনা শীতের নগ্ন শরীর
বসন্তের রাজসিক পরিচ্ছেদ মনে হয় অন্য ঋতু।
পরিযায়ী পাখিগুলো ভুল করে গন্তব্যের ঠিকানা
মানুষের নিষ্ঠুরতায় রং পাল্টায় সভ্যতার গতিপথ
দুনিয়া জুড়ে বেড়ে চলে
হত্যার বীভৎসতা অস্ত্রের ঝনঝনানি
বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের নির্লজ্জতা
দানবিক দাসত্বের স্বৈরিক জঞ্জাল
ধেয়ে আসে পুঁজিবাদের অভিশাপ
সমতার সুষম চারা
চিবিয়ে চিবিয়ে খায় নষ্টতার রাজষাঁড়।
প্রভাত হলেই যে পাখিগুলো গান শোনাতো
তারা আজ মৃত কিনা জানিনা
যে পাখিগুলো মননের দ্বারে এসে ডাক দিয়ে বলতো
"জমিনের ভালোবাসাগুলো সবার মাঝে ভাগ করে দাও"
পাখিগুলো বলতো-
"হিংসার বিষ মাখা বীজগুলো ধ্বংস করে দাও
সভ্যতার নষ্ট চাদর ধুয়ে দাও প্রেমের রস দিয়ে
বিপ্লবের সবুজ শ্লোগানে মুখর করো পৃথিবীর আঙিনা"
সেই পাখিগুলো নিরুদ্দেশের তালিকায়
আজো তারা আপন নীড়ে ফিরে আসেনি।
এম এ ওয়াজেদ
নওগাঁ সদর, নওগাঁ
বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
03-01-2024
-
-