আত্মানুসন্ধান - সিদ্দিকা ফেরদৌস তরু
সময়ের অতিবর্তনে আত্মানুসন্ধানে কেন
জানি বেড়েছে উৎসাহন অনুপ্রাণ।
জীবনটা নিরানন্দের, নিরাপত্তাহীনতার মুখোমুখি,
স্বীকারোক্তি অকপটচিত্ততায়।
নষ্টচেতন মনে ভাবনা কতকিছু।
এখন সিঁড়িগুলো অতিলঙ্ঘনে-
বড় কষ্টদায়ক, নিস্পীড়ন।
ঘাসের উপর শিশিরকনা কিংবা
পদ্মপাতায় টলমল জল-
করেনা আর মোহিনীশক্তি।
জীবনের সবুজ অংশ গুলো হচ্ছে বিলীন,
জীবনের অত্যাবশকীয় মানুষগুলোর
ছেড়ে যাওয়া কিংবা শ্নেহবারির অবসান,
এর নামই বোধ হয় জীবন।।
সিদ্দিকা ফেরদৌস তরু
দক্ষিণ ধানঘড়া
গাইবান্ধা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
06-01-2024
-
-