আকাশ মানে শূণ্যতা নয় - ফরিদ তালুকদার
যানজট
ট্রাফিক সিগনাল
কালো ধোঁয়া
ধুলো
ক্লান্তি
ঘাম
নাগরিক ব্যস্ততার মুখে আগুন...
সব ছেড়ে এই তেপান্তরই আমার ঠিকানা এখন
তবুও মনে হয় আমি কোথাও নেই!
ইদানীং কিছুই আমি সঠিক জানি না, কোনোকিছুই নিশ্চিত করে বলতে পারি না
সবকিছুতেই যেন, শুধু মনে হয়, মনে হয়ের এক সন্দিগ্ধতা!
কখনো নির্নিমেষ তাকিয়ে থাকি আজন্ম পরিচিত এই অবয়বের দিকে
সেখানেও ঘোর সন্দেহ, প্রশ্ন জাগে-
এ-ও কি আমি?
তাহলে কোথায় সেই সব!?...
একেকটা ভোর জাগে
বাঙ্ময়---
কখনো তুষারে, কখনো রেশমী আলোর কোরাসে
অথচ আমি!?...
আমার যে বিশ্বাসই হতে চায় না, এইসব ভালোলাগা ছিলো একদিন
আমায় তাড়িয়ে বেড়াতো এইসব মানবিক বোধ!
চাওয়াগুলোর গতিতে ছিলো পাওয়া না পাওয়ার দোল, দুঃখ ছিলো, সুখ---
সেও ঐ রাঙা ঠোঁট পেরিয়ে পারি দিতো গহীন সমুদ্দুর
পলাশের মোহন চিবুক ছোঁয়া ফাগুন, সপ্তর্ষিরা ছিলো গল্পের সাথী
কোথায় তারা সব?
সবাই-ই যে খুব বেশি ইন্দ্রিয়ের অতীত আজ
কোনোকিছুতেই আমি আর নেই, থাকি না, থাকতে পারি না!
একটা আকাশ, এখনো যে গম্বুজের মতো উপুর হয়ে থাকে মাথার উপর, তাকিয়ে থাকি আমিও
কিন্তু সেই তেমন তো আর তাকে খুঁজে পাই না কোথাও!
আকাশ মানে তো শূণ্যতা নয়
আকাশ মানে তো এক ঝাঁঝালো দুপুরে উড়ানো নীল আঁচল, তীর্থ মুখী কাশফুল, কোটি নক্ষত্রের বিশ্বস্ত মেলা, চাঁদ-মেঘের আব্রু-অনাব্রু খেলা, বিরহ, ভালোবাসা...
অনুষঙ্গের এইসব জড়োয়ায়-
আমার কাছে আকাশ মানে তো তুই, কেবলই তুই
আকাশ মানে তো শূণ্যতা নয়, শূণ্যতা নয়!
আমি তাই আর কোথাও থাকি না
কোনোকিছুইতেই না!
(নক্ষত্রহীন রাতের আকাশ' এর একটি উপস্থাপন / A presentation from ‘Starless Night Sky’)
ফরিদ তালুকদার
টরন্টো, কানাডা
-
ছড়া ও কবিতা
-
07-01-2024
-
-