অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
প্রেমিক সময় - জান্নাতুল নাইম

ঠিক করে ফেলেছি। আর নড়চড় হবে না।
তুমিই হবে আমার প্রেম, প্রীতি ও ভালোবাসা।
তুমি ছাড়া কেউ আমাকে এতো তাড়া দেয়না।
তুমি পারো আমাকে ধেয়ে নিতে ঢেউ হয়ে দুলিয়ে।
তুমি ক্ষমতার অসীমে প্রবল মানসিক পীড়ন।
যুদ্ধক্ষেত্রে অমানবিক অসুর পশুর প্রতীকী অবয়ব ও নিপীড়ন।
তুমি সামাজিক আনন্দ আবার অসামাজিক নিরামিষ।
তুমি বেশ চলছো নিজে আরামে, আমাকে রেখেছ অবিরাম বিরামে।
তুমি ঈর্ষাপরায়ণ, তুমি তাড়নাকারী ও যন্ত্রনাদায়ক।
আবার সময়ভেদে যন্ত্রণা নিরাময়ের মহা নিয়ামক। 
তুমি নিয়ন্ত্রক। তুমি স্বৈরাচারী বিশ্বনেতার ভীতি।
তোমাকে সালাম ও অ-সালাম দুটোরই সম্মতি।
তুমি বিশ্ব মোড়ল ও বিশ্ব মোরাল (morale-মনোবল)।
তুমি কঠোর, নিঠুর ও বেরসিকের চিৎকার।
তুমি তুচ্ছ গুচ্ছ কিন্তু অতি সুউচ্চ ফুৎকার!
তোমাকে না ভালোবাসলে জীবন বৃথা, নিরুপায়।
তুমি আমার প্রিয়তম প্রেমিক, নাম তোমার সময়।
সময়, আমি তোমার লাবণ্যময়ী ও প্রেমময়ী প্রেমিকা।
তুমি পরম গৌরবে সুসময়ে পরিয়ে দাও আমায় প্রেম অনামিকা।

জান্নাতুল নাইম
টরন্টো, কানাডা