প্রত্যাশী - সিদ্ধেশ্বর হাটুই
প্রাণের অস্তিত্বের প্রমান দিয়ে আজও আমি
বিচিত্র পৃথ্বীর এক গম্ভীর কোণের নগণ্য মানুষ।
প্রত্যাশী ছিলাম গাংচিলের মতো নীল আকাশের বুকে
বেড়াব উড়ে, পাড়ি দেব নব নব জলাশয়ে।
চেয়েছিলাম টগর কুসুম হয়ে বৃক্ষেজুড়ে ফুটে থাকতে,
শত অবজ্ঞার মাঝেও নিজেকে প্রতিষ্ঠা করতে।
কেন জানি না মাঝ পথে নৈরাশ্য গ্রাস করে ফেলেছে
সুদর্শন চন্দ্রের মনোহরা জৌলুস।
মানব জন্ম নিয়ে মানুষের আনুকূল্য চেয়ে
আমি দেখেছি হিংস্র চক্ষুর ভয়ঙ্কর দৃষ্টি।
অন্বেষণ করেছি পর হিতকারী একজন মানুষের,
কিন্তু আমার আশপাশে সেরকম কাউকে পেলাম না।
মানুষের সহিত সম্বন্ধ করে দেখেছি…….
মানুষ কতটা স্বার্থপর হোতে পারে।
দেখেছি-কিভাবে মানুষকে মানুষ প্রতারণা করে
সংকটের মধ্যে নিক্ষেপ করে।
জানতে পেরেছি অপহরণ না করলে কেউ
বড়লোক হোতে পারে না।
আজ আমি বড় একা, দুঃসহ এ জীবন,
হয়তো সারল্যতা জড়ানো জীবন এরকমই হয়।
তাই মানিয়ে নিয়েছি , কুরীতিকে আশকারা দিইনি কখনো,
চাই না আমি ওভাবে বাঁচতে।
বন্ধু, জানি একথায় তোমাদের বাড়তে পারে ক্রোধ,
তাই চাইছি মার্জনা।
ঠুনকো এ মনে অবহেলা ছাড়া কিছুই জোটে না,
তাই আজ আমি সরে সরে চলে গেছি বহু দূরে…..
ও প্রান্তের কাছাকাছি,
একা..আমি একা… তবু চাই না বোবা হয়ে বেঁচে থাকতে।
সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী, সারেঙ্গা
বাঁকুড়া, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
10-01-2024
-
-