স্টকহোম সিন্ড্রোম - মুন্তাকীম সিদ্দিকী
স্টকহোম সিন্ড্রোমে ভুগছে ভূগোল
অনায়াসে বিলাচ্ছে বিষ্ঠার ত্রাণ
যায় যাক পোকামাকড়ের কলোনি ভেসে
এমন জোয়ার কখনো ছড়ায়নি ঘ্রাণ।
প্রাত্যহিক প্রাতরাশে থাকে রক্ত-বমি
ভাটার টানের সাথে পিছলায় ভূগোল
রসের অতলে নিয়ে জ্বেলে ঘিয়ের আগুন
মুঘলাই পরোটা সেকে বানরের দল।
গঞ্জিকা দ্রবণে ঘোলা চোখের কোণে
অবদমিত হয় বিশুদ্ধ তৃষ্ণার জল
লাল-নীল ব্যানারে ঢালা মদ্য পান করে
স্টকহোম সিন্ড্রোমে ভুগে আমার ভূগোল।
মুন্তাকীম সিদ্দিকী
ম্যানচেস্টার, ইউকে
-
ছড়া ও কবিতা
-
13-01-2024
-
-