অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ফিরিয়ে দিলাম দান - দেওয়ান সেলিম চৌধুরী

মুসলমান, ইহুদী, খৃষ্টান, অথবা
ধর্ম্মের শ্লোক গুলো নেই যার জানা
মৃত্যুর পর খুঁড়িছে কবর
মাটিতো করেনা মানা।
বর্ষা কি ফাগুন, চিতার আগুণ
কখনো আসেনি নিভে
ব্রাহ্মণ, শুদ্র, পতিতা, ভদ্র
সম ভাবেই দাহ করে নেবে।
সমস্ত পরিচয় লোপ করে দেয়
রাখেনা অহংকার
কে ছিল ব্রাহ্মণ, কে ছিল শুদ্র
সব মিশে একাকার।
প্রকৃতি শুধু কাছে টেনে লয়
জানেনা ধর্ম্ম ভেদ
সন্তানের মত করিছে গ্রহণ
মনে রাখে নাতো কোন খেদ।
ভালো, মন্দ, পীর, ভণ্ড
সকলই সমান প্রাণ
মৃত্যুর পর শুধু টেনে লয়
রাখে নাতো অভিমান।
মাতৃ মায়ায়, শীতল ছায়ায়
প্রকৃতিতে আছে যত প্রাণ
মৃত্যুর আলিঙ্গনে সহসাই একদিন
জীবনের হয় অবসান।
তখনো মৃতের জমাট রক্তে
জেগে উঠে এই, কৃতজ্ঞতার গান
স্ব-শরীরে ফিরিয়ে দিলাম
তোমার সকল দান। 

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা