অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
একটা ভালোবাসার নদী পুষি - গোলাম কবির

 কেনো এতো মেঘ জমে, 
 কেনো যে অবিরাম 
 বৃষ্টি হয় শ্রাবণ, পৌষ কিংবা 
 চৈত্রদিনে বুকের গহীনে! 
 কোন অগ্নির ভষ্ম মেখে 
 হৃদয় হয়েছে ছাই? 

 ভরা পূর্ণিমার রাতকেও
 গভীর অমাবস্যা বলে ভ্রম করি! 
 কেনো-ইবা রাত 
 এতো দীর্ঘ মনেহয়? 

 উন্নিদ্র রাত্রি ভোর হয়ে যায়! 
 চামচিকা, পেঁচা এবং তক্ষকের
 সাথে সখ্যতা গড়ে ওঠে খুব, 
 একলা দাঁড়িয়ে থাকা 
 ল্যাম্পপোস্টকে কেনো যে 
 খুব আপন মনেহয়, 
 এমনকি দূরতম নক্ষত্রকেও ! 

 বুকের খাঁচা কীসের শূন্যতায় 
 যে এমন ভারী হয়ে থাকে,
 কেউ কী জানে!  
 তুমিই কী জানো তা? 

 জানবে না জানি কোনোদিনই 
 তবুও বুকের গহীনে তোমার জন্য 
 আস্ত একটা ভালোবাসার নদী পুষি!

গোলাম কবির
ঢাকা, বাংলাদেশ