মকর পরবের স্মৃতি - বিকাশ চন্দ্র মণ্ডল
মকর পরবের দিনে পড়ে মনে
কনকনে পুকুরের জলে ডুব সিনানে
অপার আনন্দ কত পেয়েছি মনে।
লৌতন লৌতন জামা পিরানের
আনকোরা গন্ধ দিনটি আজিও টানে।
নাড়া খাড়া জ্বালিয়ে দিয়ে
গায়ে সরিষার তেল বুলিয়ে নিয়ে
ঝপাং ঝপাং করে মকর সিনান করে
ঠক্ ঠক্ করে এসেছি দ্রুত ঘরে।
কাঁপা কাঁপা গলায় জাড়ায়
চুল্হা মূলে ঘরের চালায়
বসেছি গা গরমের তরে।
কার জামা কত দামি
কারো বা কমদামি বিচারে ?
আনন্দে আত্মহারা তারা
কার পকেট নেই - কার কত বড়ো!
গড়গড়্যা পিঠা কতক খেয়েছি
সকলেই আজ পকেটে করেছি
তিলের নাড়ু, বুট, মটর ভাজা বোঝাই।
গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে
ঐ দূরে আলপথে মাঠে মাঠে
চলেছি কতক হেঁটে, কতক ছুটে ছুটে
সে আনন্দ কি আজ আর জুটে ?
ভাবছি তাই কপাল আমার মন্দ
মনেতে নানান রয়েছে দ্বন্দ্ব।
টুসু পরব আর পাইনা হেথা
ল্যাপটপে কাটাই সময় যে বৃথা।
আছি দূর দেশে - পরবাসে
যেখানে দামোদর রূপনারায়ণে মেশে
টুসু ভাসানের মেলা
মোরগ লড়াইয়ের খেলা
কাঁসাই নদীর চরে বসে সকালের বেলা।
বিকাশ চন্দ্র মণ্ডল
গদীবেড়ো, পশ্চিমবঙ্গ
ভারত
-
ছড়া ও কবিতা
-
17-01-2024
-
-