অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
প্রতিবাদহীন পৃথিবী - মহম্মদ সফিকুল ইসলাম

প্রলুব্ধ হায়নার মুখ হতে ক্ষরিত লালসার রস
মাখামাখি করে সারিবদ্ধ লাসের ওপর;
পিটপিট করে তাকিয়ে দেখছে
কিছু নির্বোধ মাথা,
টি আর পি বাড়াতে 
মিথ‍্যার বেসাতিতে ভাসে চ‍্যানেল মালিকের কৃতদাস।

বসতস্বর্গ হতে হত‍্যার নারকীয় 
পথ রক্তে ডুবে গেছে,
পৃথিবী হারিয়েছে সদ‍্য ফোটা তারাদের আলো
ভবিষ্যত ঘিরেছে দ‍্যাখো বারুদের বিষাক্ত ধোঁয়ায়।
নেচেকুঁদে ধর্মবাণী ওড়ায় কুর্সির মালিক কিছু আরব শায়খ।
আজ রাজপথ কোথাও রণরক্ত, যায়নি দেখা!
ইতস্তত ক্ষীণ প্রতিবাদ ওঠে কিছু কলমের ডগায়।

মহম্মদ সফিকুল ইসলাম 
গোলাবাড়ি বাজার
উত্তর চব্বিশ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত