গাঁয়ের মেয়ে - তপন কুমার বৈরাগ্য
গাঁয়ের মেয়ে আছে চেয়ে
তার উপমা নাই,
বনের পাশে ছোট্ট বাড়ি
সেথায় তাকে পাই।
চায় না সোনা অর্থ কড়ি
ঘুচায় সকল ভুল,
গাঁদা ফুলের গাঁথে মালা
কানে পাতার দুল।
ঝরছে মুখে মিষ্টি হাসি
কাজল কালো চুল,
নেই তো সাজে নকল কিছু
রাঙায় নদীর কূল।
লম্বা কেশে বাঁধলো বেণী
লাগছে তাকে বেশ,
গ্রামের মেয়ে সহজ সরল
ধন্য হলো দেশ।
রূপে গুণে তার সাথে আজ
নেই তো কারো তুল,
সে তো জানি গ্রামের আলো
ফোটা গোলাপ ফুল।
তপন কুমার বৈরাগ্য
সাহাজাদপুর
নাদনঘাট
পূর্ববর্ধমান
ভারত
-
ছড়া ও কবিতা
-
18-01-2024
-
-