অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
অবশেষে তুমি এলে - জাহিদ হাসান

বশেষে তুমি এলে…..
এক আকাশ অনিশ্চিত অপেক্ষা ভেঙে,
কুয়াশার চাঁদর মুড়িয়ে শিশিরে রাঙা
ভোরে ফোটা ফুলের পাপড়ি হয়ে।
এলে ঘোলাটে গাঢ় বাতাসের কণায়
লেপ্টে থাকা শিহরিত ভেঁজা স্পর্শ হয়ে।

অবশেষে তুমি এলে…..
উত্তপ্ত মরুর বুকে মৃদু বাতাস ছোঁয়া ছায়া হয়ে,
অপেক্ষায় উত্তপ্ত পিপাসিত চোখের
শুষ্ক আলপনা ভেঙে প্রশান্তির দৃষ্টি হয়ে।
এলে সূচনা দৃষ্টির আলিঙ্গনে শত বাসনায়
সজ্জিত চাওয়ার পূর্ণতা নিয়ে।

অবশেষে তুমি এলে…..
নির্জন প্রহর ভেঙে অশান্ত মনের বাতায়ন খুলে,
বেমানান বলে আহত স্বপ্ন আর বদ্ধ প্রকোষ্ঠে
চাপাপড়া বাতাসের মুক্তি নিয়ে।
এলে আড়ালে নীরবে কাপা কম্পনে সৃষ্ট
কৌতূহলী চাওয়ার নিমন্ত্রণ নিয়ে।

অবশেষে তুমি এলে…..
গোধূলি বেলার আয়োজিত এক চিলতে রঙ হয়ে,
অভাবে অঙ্কিত ধূসর ছবিতে স্বচ্ছতা নিংড়ানো 
রঙের ছোঁয়ায় সৃষ্ট সজীবতা হয়ে।
এলে ক্লান্ত চাতকের পিপাসিত ঠোঁটে
অপেক্ষায় চাওয়া শান্তির জলকণা হয়ে।

জাহিদ হাসান
রংপুর, বাংলাদেশ