অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ছা-পোষা - প্রভঞ্জন ঘোষ

নীচে রেখেছো
তাইতো এত শক্তি দিয়েছো,
ধ্বসে পড়ার মতো বৃক্ষ করোনি
বসে পড়ার মতো হস্তী করোনি।
তাইতো এতো শক্তি দিয়েছো
এই তৃণে
এই এতো উচ্ছল পিঁপড়ের প্রাণে!
দিনে-দিনে,ক্ষনে-ক্ষনে
পিষ্ট চরণে হই, খাড়া হই,
গা ঝাড়া দিয়ে
পুনরায় চলি-ফিরি
দুলি, বাটে-বায়ে।
তাইতো এতো অঢেল ঢেলেছো
বেঁধে-বেঁধে জুড়ে-জুড়ে
থাকি এক হয়ে,
ফাঁকা নয়
একসাথে একত্রে বেঁধেছো।

প্রভঞ্জন ঘোষ
পঃ মেদনীপুর
পশ্চিমবাংলা