ছন্দহীন জীবনের রংহীন কাব্য - এম এ ওয়াজেদ
প্রেমের কিশতির আরোহী হবো বলে
বেদনার শিশির বিন্দুগুলো জমা করেছি
চেতনার অভিমানী কাণ্ডেরা
নির্নিমেখ তাকিয়ে থাকে ব্যথিত লজ্জায়
হেমন্তের মুগ্ধ সন্ধ্যায়।
আশীর্বাদের নষ্টালজিয়া কুরে কুরে খায়
প্রান্তিক মননের চৌহদ্দি , বিবর্ণ বাতাস
নোঙর করে মাধুর্যহীন জীবনের সাম্পানে
কবিতার সতেজ সরল শরীর যেন
আলোহীন অন্ধকার গম্বুজ।
হে ব্যথিত কবিতা!
জীবনের মুগ্ধ সরোবর আজ
তুষারঝড়ের তৃষ্ণার্ত ঠোঁটের কদর্য আহার
পতনের ছিদ্র দিয়ে প্রবেশ করে
আত্নঘাতী আর্তস্বরের বিপন্ন পঙক্তিমালা।
কবি সুকান্তের কণ্ঠনালী শুকিয়ে যায়
পরাজিত উল্লাসের পরাধীন ভারতে
নষ্টাচারের অজানা ব্যাধি
কেড়ে নেয় বিপ্লবী সত্তার বিদ্রোহী বাক্যালাপ
ভুল বসন্তে মারা যায়
উপবাসী স্বভাবকবি গোবিন্দ চন্দ্র দাস।
চারিদিকে ধ্বংসের বৃত্তাকার অনুস্মারক
অভিশপ্ত জীবনের রকমারি প্রকাশ
প্রতিবন্ধী মানসিক দেয়ালে শুধু
বিস্তৃত হয় ছন্দহীন জীবনের রংহীন কাব্য।
এম এ ওয়াজেদ
আমানা গ্ৰীন সিটি
নওগাঁ সদর, নওগাঁ
-
ছড়া ও কবিতা
-
20-01-2024
-
-