অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
উদ্ভ্রান্ত উন্নাসিক - মোঃ শহিদুল ইসলাম জিতু

নিজেকে আমি কখনও কাউকে পড়তে দেইনি 
আমি চাইনি কেউ আমাকে বুঝুক। 
কাউকে বিশদ-ভাবে জানলে 
তার প্রতি আগ্রহটা 
ধীরে ধীরে ফুরিয়ে আসে 
আমি আসলে ফুরিয়ে যেতে চাইনি;
চেয়েছি--
আমৃত্যু আমাকে জানার কৌতুহলটা সবাই ওমের ডানায় পুষুক।

উদ্ভ্রান্ত উন্নাসিকতার দেয়াল জুড়ে ভুল তরজমা; দরজা - জানালা। 
না আমি সেখানেও নিজেকে প্রমাণ করতে যাইনি 
সুখ- অসুখ, প্রণয়- সংসার, জীবন-জীবিকা  
কোত্থাও না
না কোত্থাও নিজেকে  
ঠিক কিংবা ভুল প্রমাণ করতে যাইনি। 

প্রতিটা অস্তিত্বে আমি থেকে যেতে চেয়েছি।

শুকনো ও ভেজা চোখের দৃঢ়তায় 
উদগ্র বাসনায় 
অতী ক্ষুধায় 
তীব্র যন্ত্রণায় 
উপকুলের সতর্ক-বার্তা সমেত
জীবন থেকে মৃত্যুর পুরোটা জুড়ে 
আমি কেবল থেকে যেতে চেয়েছি।

মোঃ শহিদুল ইসলাম জিতু
ঢাকা, বাংলাদেশ