গৌরবময় অধ্যায় - জান্নাতুল নাইম
হঠাৎ ভুল করে সময়কে করা হলো হেলাফেলা।
থমকে গেল বিতর্কে আমাদের যতো ভালোলাগার ভেলা।
যেন ওরা আকাশের গায়ে অসংখ্য তারার আগুনজ্বলা।
আমাদের যতো কথা, প্রণয়ের সহস্র তিথির স্বপ্ন আঁকা,
আমাদের যতো সুখ, দীর্ঘ সময়ে না পাওয়ার অসুখ,
আমাদের ছোট ছোট চাওয়া, কবিতার অক্ষরে পাওয়া,
আমাদের যত মিষ্টি খুনসুটি, অবাধ্য কথা-ঘুড়ির কাটাকাটি।
আমাদের এক পাহাড় অভিমান, অনুরাগ, অনুযোগ,
সেগুলো প্রণয়ের পাতায় লেখা অর্ণবসম মানবিক রোগ।
এই যে এতোসব অনুভূতির রত্ন, অবহেলায় পায়নি কোনো যত্ন।
অথচ এতোসব কিছু ছিল সময়ের একান্ত দাবী আর মহাকালের অপূর্ব সঞ্চয়।
বলো, তুমি ছাড়া আমার আর কীইবা ছিল বলার মতো গৌরবময় অধ্যায়?
আজ সবাই জানে তা, আসমানের তারারাও জানে আমাদের প্রণয়ের সেসব কথা।
ভাবছি হয়ত পৃথিবীও একদিন চিৎকার করে বলবে,
এই গ্রহের তুমি আমি ছাড়া তার নেই কোনো বিচ্ছেদ বিরহের ব্যথা।
জান্নাতুল নাইম
টরন্টো, কানাডা
-
ছড়া ও কবিতা
-
29-01-2024
-
-