অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
শুনতে পাবে - শীতল চট্টোপাধ্যায়

রীরের উষ্ণতা নিখোঁজ।
শিরার রক্তস্রোত খুঁজে নেয় শীত।
আলোহীন দিনকে চিনে নিতে হয়
আলোর স্মৃতিতে।
পুকুরের জলে কুয়াশা শুয়ে এখনও।
পেট গঞ্জনায় শীতবাউলের হাত ধরতে
বাধ্য হয় মানুষ বাউল।
পথ পেরিয়ে গিয়ে দাঁড়ায়
বন্ধ দরজার সামনে,
একতারার তারে নির্ভুল সুর তোলে
শীতে কম্পিত আঙুল,
ভেতরের কেউ শুনতে পেলে-
মানুষ বাউলের পেট শুনতে পাবে
উপোস না থাকার কথা।

শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল, উত্তর ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ