অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
নিষিদ্ধ প্রেম - গোলাম কবির

পৃথিবীর প্রথম প্রেমিক প্রেমিকাও 
 একদিন নিষেধ অমান্য করে 
 স্বর্গ থেকে বহিষ্কারের কথা 
 ইতিহাসই বলে দেয় তবুও পৃথিবীতে
 চলে প্রেমেরই চাষাবাদ আজ অব্দি! 

 তীব্র আলোয় আলোয় ঝলমল করা
 পূর্ণিমা রাতও ভোরের আলো ফোটার
 আগেই শেষ হয়ে যায় তারপর
 আবারও ওঠে চাঁদ , 
 মাটির ওপরে দাঁড়িয়ে থাকা 
 অর্জুনের গাছও একসময় ভুলে যায়
 তার বাকল উপড়ে ফেলার কষ্ট, 
 শুধু বেঁচে আছে তাই হয়তোবা 
 সে মনেমনে বলে - 
 আহা, বেঁচে থাকা কতো সুন্দর, 
 কী সুন্দর এই জীবন! 

পরিযায়ী পাখিরা ভ্রমণ শেষে 
 ঘরে ফিরে আসে পরিতৃপ্তি নিয়ে, 
 ভুলে যায় ঝরে পড়া পালকের দুঃখ, 
 এমনকি ডিম ভেঙে বেরিয়ে আসা 
 মৃত ছানার জন্য কষ্ট! 
 অসীম আকাশের খসে পড়া 
 অগণিত নক্ষত্রপিণ্ডের কথা 
 কেই বা মনে রাখে, আকাশ 
 তবুও কী সুন্দর ঠাঁই দাঁড়িয়ে থাকে! 

 আমিও তেমনি বেঁচে আছি 
 একটা অসমাপ্ত জীবনে যা কিছু 
 হারানোর এবং না পাওয়ার যতো 
 দুঃখ, শোক এবং গ্লানিবোধটুকু নিয়ে!

গোলাম কবির
ঢাকা, বাংলাদেশ