অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ফেরা হয় না তবু - জয়িতা চট্টোপাধ্যায়

রোজ ভাবি চলে যাব, তবু রয়ে যাই
জানি এবার ফিরতে হবে
ভোরে নিই চোখের জলে স্মরণীয় হাসি
চাহুনি এবার আমাকে ফিরে যেতে হবে

আরও একবার শুধু আমার জন্য
ওখানে দাঁড়াও ঘর থেকে বারান্দা
কিছু ছায়া ফেলে যাও এভাবে
আমি থামাতে পারি না কান্না

ফেলে যাও ছাপ উদাসীন পায়ে
সমস্ত মুহূর্ত আজ চৌকাঠে দাঁড়িয়ে
তোমার ছায়া ধারণ করেছি শরীরে
না পাওয়া কুড়তে কুড়তে নিজেকে গেছি পেরিয়ে

তোমার ঘর থেকে উড়ে আসে
একমাত্র স্বর আলোছায়াময়
বন্ধ দরজায় এপারে দাঁড়িয়ে আমি
তোমার ঘরে আলো জ্বেলে দেয় সময়।।

জয়িতা চট্টোপাধ্যায়
উত্তর চব্বিশ পরগনা 
ভারত