কথা চেয়েছিলাম - টিটোন হোসেন
আমি কথা চেয়েছিলাম,
কিন্তু কেউ কথা দিলো না!
বহুদিন ধরে আশা কুড়িয়ে
আমি শ্লেষ পেয়েছি।
কোলাহলে ভেঙে পড়া গায়ে,
আমি কথা চেয়েছিলাম;
পানশালার উন্মাদের মতো।
প্রলাপ আর হৃদ আক্ষেপে
পাশাপাশি পায়ে-
চেয়েছিলাম বহুদূর যেতে....
পথ কুড়িয়ে যেটুকু পেলাম
তা অর্ন্তর্লিন।
আমি আমাকে কোথাও
জমাতে চেয়েছিলাম;
ঘরহীনতার যাতনায়-
উপভোগ্য অন্ধকারে শুধু
নিশ্চিহ্ন পরিহাস জমেছে।
নীরব নদীর মানহীনতায়
দু'পাশে এখন শস্য চাষ হয়;
তামাশার ভেতর তামাশায়
জীবন বদলে জীবন জন্মে,
বৈকুণ্ঠের ডাকে....
সজনহীনতার খেলায়-
আশার অবগাহনে জীবন,
মুছে যায় নক্ষত্রের মতো।
আমি সময় চেয়েছিলাম,
মুহুর্তের ভেতরের মুহুর্ত;
ইচ্ছেহীন অবসরে-
অনন্তকাল বয়ে গেল....
কিন্তু কেউ কথা দিলো না।
আমি কথা চেয়েছিলাম
কিন্তু কেউ কথা দিলো না।।
টিটোন হোসেন
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
04-02-2024
-
-