আদিম স্রোত - ফরিদ তালুকদার
প্রভাত আসে, দুয়ার খোলে না!
তুমি কি বলতে পারো নীলনদ
মানুষ কখন প্রথম নতজানু হ'তে শিখেছিলো
তার অন্তর সমীপে উপনীত হয়ে, প্রথম কখন তারা করেছিলো ভালোবাসায় স্নান
তুমি কি বলতে পারো গিরিপথ-
প্রথম কখন তারা হাঁটু গেড়ে বসেছিলো ধরিত্রীর প্রেম বুকে নিতে?
মাটিতে লাল স্রোত, ফুলের পাপড়িতে বাড়ে তামাটে রক্তের দাগ
পৃথিবী যে খুব বেশি ভারবাহী আজ, মিথ্যে আলোর অভিসম্পাতে!
পথে পথে, ধ্বসে পড়া ইমারতে, নিত্য দাহ হয় ঈশ্বর, তারই নিজ নামে
পেগান থেকে এক ঈশ্বরবাদ, সবই তো তীর্থ, সবই তো এক পথ
তবে কেন সুরম্য সব উপাসনালয়ে এতোটা মিথ্যাচার, মানবতার নামে হয় মানবতা বলাৎকার!?
আইফেল টাওয়ার, এম্পায়ার স্টেট, ওয়াল স্ট্রিট, জাতিসংঘ, পারমাণবিক ওয়ারহেড...
এরা কেউ আর আজ সভ্যতা নয়!
একবার তবে উলঙ্গ হোক কুক্ষিগত ক্ষমতার নোংরা সব কলাকৌশল, লালসার বিষাক্ত মগজ
আমরা চোখ খুলে রেখেছি, আমরা আর লজ্জা পাবো না
দিনে দিনে নিরঙ্কুশ লজ্জাহীন আমরা সব এখন সভ্যতার গর্বিত(?) মানুষ!
তুমি কি বলতে পারো নীলনদ-
মানুষ প্রথম কখন তার আত্ম সুষমার কাছে অবনত হ'তে শিখেছিলো
তারা কি কখনোই---
কখনোই কি শিখেছিলো মহা আত্মায় প্রণাম, ভালোবাসায় প্রণতি?
নাকি সে সব কেবলই মিথ
এখনো সে এক সে রুগ্ন শিশু, ধুকছে গুহার অন্ধকারে
তুমি কি জানো গিরিপথ?
প্রভাত আসে, কিন্তু-
আমাদের দুয়ার যে কখনোই খোলে না!
ফরিদ তালুকদার
টরন্টো, কানাডা
-
ছড়া ও কবিতা
-
06-02-2024
-
-