নিয়তি - মুহাঃ হাবিবুর রহমান
চোখের মধ্যে কিছু হারাবার স্পষ্ট প্রমান নিয়ে
বললো ভালোবাসার গল্প অন্যরকমই ছিল......
অনাবৃত প্রেম আমার হাওয়ায় উড়ে গেলে কতো নিদ্রাহীন রাত আমাকে করে তাড়া,
শিমুলের তলায় পাথর জুড়ে বসে থাকতে হয়ে কতো কাল,
রাতের তারাদের মুগ্ধতা আমাকে ছুঁতে পারেনি বোধ হয় ব্যাধিগ্রস্থ মানুষের মতো,
হায়রে নিয়তি
কেমনে প্রেম হারা নিরুদ্দেশের থেকে ফিরে ভালোবাসার গল্প বলা,
শেষ যখন চিবুকের উষ্ণ আলিঙ্গনের পর ভেঙে গেল স্বপন বাসরের ভাবনা-
কি করতে পারতাম তার জন্য? নিজের ত্যাগের আগুনে পোড়াতে দেহ,
ঠোঁটের কমোনীয়তা-ঘ্রানের মাঝে খঁজে পাওয়া স্নিগ্ধ স্বাদ,
অতঃপর নিজের ভাব বিনিময়ে
বিরহ যাতনার সব টুকু পেলব মায়া ছুড়ে দিয়ে মহাকালের যাত্রায় পথ চলতে চলতে
নিরন্তর পথ খুঁজে খুঁজে হয়রান- তবে বলো ভালোবাসা যা দিয়েছে
নিয়েছে ভরপুর নিজের খেয়ালে।
একদিন জ্যোস্নাময় রাতের নিরবতা ভেঙে
স্বপ্ন বুনে ছিল বুকের খুব কাছের জমিনে
আমিও তাতে কোন বাঁধা দিতে পারেনি
বলেছিলাম কোনদিন স্মৃতি হবে নাতো?
অনাকাঙ্খিত আশঙ্কা সত্যি হলে ঘর বিবাগি হলাম, বিরহের অনলে পুড়লো দিন-রাত
স্মৃতির দেয়ালে প্রকম্পিত স্থির চিত্র কিংবা সবাক অভিনয়,
হারাবার হাহাকার আপাদ মস্তক
এমনতো চাইনি মনের ভুলে,
এটুক বলে থামলে-
বললাম বিরহে প্রেম খাঁটি হয় তোমাকেও ছাড়েনি বিধাতা,
অদৃশ্য সুতোর টানে স্বপ্ন ভাঙা যন্ত্রনা তোকে করেছে ভেঙে খানা খান
তবে ভালোবাসা তোমাকে করেছে মহান।
মুহাঃ হাবিবুর রহমান
নওয়াবেঁকী, শ্যামনগর
সাতক্ষীরা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
16-02-2024
-
-