আমার ভালোবাসা তুমি - জান্নাতুল নাইম
বলছি, ভালোবাসি আকাশ,
যে আমার একার নয়, বিশাল প্রকাশ।
বলছি, ভালোবাসি নির্মল বিশুদ্ধ বাতাস,
যা সবার প্রয়োজন, বাঁচবার নিঃশ্বাস প্রশ্বাস।
বলছি তবে, ভালোবাসি সাগর,
সেও আমার একার নয়, সবার।
বলছি, ভালোবাসি ফুল,
সে সবাই পছন্দ করে, নেই কোনো ভুল।
তারপরও বলছি, ভালোবাসি চাঁদ,
সে সুন্দর, মুগ্ধ পৃথিবী, হাজারো প্রবাদ।
বলছি এবার, ভালোবাসি পাখি,
তারা দলবদ্ধ বলাকা, সবার আঁখি।
তবে কি মন ফড়িং, সবুজ পাহাড়, অরণ্য, নৌকা,
শরত পল্লবের হাসি, সোনার ধানের শিষ,
সরিষার বসন্তমাখা ক্ষেত, সোনার বাংলার রেশ,
…সব কিছুই কী ব্যাপক, বিশাল, সবই সবার!
কিছুই নেই দাবী করবার?
শুধু আমার বলে একার!
আহ্ ভালোবাসার এই দিনে আমিই শুধু আমার!
কী অসহ্য কষ্ট!
পৃথিবীর সবকিছু শেয়ার আর শেয়ার।
সব লাগছে বিরক্ত ও বেকার।
তারপরও সবাই ভাবছে, চেয়ে আছে নির্বিকার।
হঠাৎ তখনই তুমি এসে একটা আদর দিয়ে বললে,
‘জান্নাত তুমি শুধু আমার’।
জান্নাতুল নাইম
টরন্টো, কানাডা
-
ছড়া ও কবিতা
-
17-02-2024
-
-