অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
বরফে - অঞ্জলি দেনন্দী মম

তুমি আর আমি -
ছুটছি বরফে দুজনে।
স্ত্রী আর স্বামী।
কানাডায় সুখী মোরা প্রেমের পূজনে।
ভালবেসে বিয়ে করে বিদেশে এসে
বরফে মজা করি হেসেহেসে।
বাংলা ভাষায় নতুন নতুন লেখা পড়ি।
আহা, অন্তরকে পুলকে ভরি।
ভারতে ছিলাম যখন
বুঝিনি মাতৃভাষার ভালবাসা তখন।
এখন দূর দেশে এসে - পত্নী আর পতি,
দুজনে একসাথে পুজি দেবী মা শ্রী সরস্বতী।
হাত জোড় করে মন্ত্র বলি।
দিই মাতার শ্রী চরণে অঞ্জলি।

অঞ্জলি দেনন্দী মম
নতুন দিল্লী, ভারত