অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
সুখে দুখে মাত‍ৃভাষা - মহম্মদ সফিকুল ইসলাম

মুখের থেকে কথা কেড়ে নিতে 
বুকে মেরেছিল ওরা গুলি,
এসো রক্ত স্রোতে ভাসা সেইদিন 
আমরা অমর অক্ষয় করে তুলি!

ব‍্যথায় ঢেকে যাওয়া কথার আকাশ 
পাহাড় থেকে নামা ঝর্ণার ধ্বনি,
পা পা হাঁটা শিশুর আধো কথা 
মাতৃভাষা যার অফুরান খনি। 

পাষাণ হৃদয় নিয়ে পাক হানাদার
বেয়োনেটে বিদ্ধ করে যারে,
ঊর্ধ্বে তোলা দুটি হাতের নিশান 
সে দেখালো বক্ষে নিতে পারে।

ভাষা শত্রুদের বন্দুকের নলে
কেড়ে নেয় অকালে তাজা আয়ু,
ঢাবির চত্বর জুড়ে ক্রন্দন ধ্বনি
ধুলোর আস্তরণে ঢাকে বায়ু।

জয়ী হলো শেষে মাতৃভাষা 
সুখে দুখে সাথে নিরবধি,
আবার যাব লড়াইয়ের মাঠে
তোমরা কেড়ে নিতে আসো যদি।

মহম্মদ সফিকুল ইসলাম 
উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ