বিধ্বস্ত - সুমন্ত দে
একটি শব্দ, চোখে অস্পষ্ট;
বায়বীয় পথে যাত্রা সুনির্দিষ্ট।
নামানো আঘাত, যেন বজ্রপাত!
চির বহমান ধারাপাত।
একটি শব্দ, বলা অস্ফুট;
বায়বীয় পথে যাত্রা উৎকৃষ্ট।
হাসাল জগত, যেন গোলাপ প্রস্ফুটিত;
আশৈশব জাগরিত।
একটি শব্দ, নিরর্থক তত;
সংখ্যাগরিষ্ঠ বোঝে না যত।
কাঁদে শুধু সাধুসন্ত;
যাত্রা তাদের বিলম্বিত।
একটি শব্দ শোনা গেল;
বুকে এসে বিঁধিলে,
ফিরে এলো মায়ের আঁচলে,
শব্দের ভান্ডার আর্তনাদের কবলে।
সুমন্ত দে
জলপাইগুড়ি
পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
21-02-2024
-
-