অটোয়া, শনিবার ৫ এপ্রিল, ২০২৫
উত্তরণের গল্প - শহিদুল ইসলাম জিতু

তোমার দরজায় কড়া নাড়তে নাড়তে 
আমি ক্লান্ত 
অতঃপর  ফিরে এসেছি 
জেনেছি - উত্তরণের গল্প 
দেখেছি পৃথিবীর ও-প্রান্তে ব্যাথার শহর, স্মৃতি-ভুক। 

এখানে এখনও উৎসব জাগে  
আকাশ ভর্তি নীল ফানুস উড়ে ; 
অন্ধকার সামিয়ানার নিচে,  
নিয়ন আলোর অচ্ছুত্ সীমানায়। 

বুকে আগুন গুঁজে শূন্যতার অভিমুখী 
তুমি কি কখনও উড়ে দেখেছো অস্পর্শী?
যেখানে
দৃশ্যের ভেতর দৃশ্য; শোকের ভেতর শোক?
ভেসেছো? 
যেভাবে নদী ভাসে কিংবা সর্বহারা মানুষ।

একদিন এসে হয়তো দেখবে -
তুমি ও মৃত্যুর মধ্যে আমি মৃত্যুকে বেছে নিয়েছি সংকোচহীন;
শূন্যতার দারুণ বিলাপে তোমাকে মুছে গেছি প্রবল যত্নে।

শহিদুল ইসলাম জিতু
ঢাকা, বাংলাদেশ