অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
আহাঃ জীবন - ফারাজানা পারভীন

হাঃ জীবন তোমাতে ই আমার সুখ  
        তোমাতে ই আমার অসুখ। 
        দুঃখ তোমায় ছাড়া আমি অচল 
        যদি তোমায় পেতাম মনের মতন। 

আহাঃ  তোমার সনে কহিতাম কত কথা 
        তুমি মোর মনের  মধ্যে গাঁথা 
        হলো না আর তোমায় নিয়ে 
        স্বপ্নে বিভোর থাকা। 

আহাঃ   তুমি তো চলে গেলে আমায় ছেড়ে 
       প্রতিক্ষণ চেয়ে রই তোমার   নিড়ে
       আসবে কখন আমার দুয়ারে ফিরে 
       মনের কোনে স্বপ্ন  আঁকি তোমায় নিয়ে। 

আহাঃ    যেমন করে চলে যাযাবর জীবন 
       তেমনি না হয় চলুক আমার চলন 
       আশাহীন, ভাষাহীন, শব্দ হীন, শোষণ 
      আসলে আসুক আমার মনের পতন। 

আহাঃ    চাইনা আর ভালোবাসার খোরাক নিতে 
       শুধু চাই অবেলায় মায়ার স্বাদ পেতে 
      পিছুটান মায়ার বন্ধন সবকিছুই মিছে 
       চাই শুধু আমরণ তোমায় ভালোবাসতে।

 ফারাজানা পারভীন
বাংলাদেশ