ভাষার অধিকার - ডাঃ সুভাষচন্দ্র সরকার
আসামের শিলচর বরাক উপত্যকার ভাষা আন্দোলন অবলম্বনে কবিতা ---
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার জীবন,
বাংলা আমার মনের কথা
মায়ের ভাষাই আমার প্রাণ।
কোন কিছু বিনিময়ে ভুলবো না
আমার মায়ের মিষ্টি ভাষা,
জীবন দিয়ে রাখবো ধরে
এটাই মোদের সবার আশা।
ভাষার দাবিতে অনড় মোরা
কোন জুলুম মানবো না ---
আসামের কেন্দ্রীয় ভাষা করতে হবে
এটাই মোদের হুশিয়ার।
১৯৬১ সালের ১৯শে মে শহীদ হল
সুনীল -কানাইলাল -হিতেশ বিশ্বাস চণ্ডীচরণ,
এদের সাথে তরণী দেবনাথ- বীরেন্দ্র
কুমুদ রঞ্জন -সত্যেন্দ্র- কমলা দিল প্রাণ।
শহীদদের এই আত্মত্যাগে
বাংলা ভাষার হলো জয়,
আন্তর্জাতিক ভাষা দিবস
পালিত হয় বিশ্বময়।।
ডাঃ সুভাষচন্দ্র সরকার
উত্তর ২৪ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত
-
ছড়া ও কবিতা
-
23-02-2024
-
-